ফাখরুলের চলচত্রি ‘গ-ি’তে যুক্ত হলো ফ্রিডম স্যানটিারি ন্যাপকনি

0
336

খবর বিজ্ঞপ্তি:
ভুবন মাঝি খ্যাত নর্মিাতা ফাখরুল আরফেনি খানরে দ্বতিীয় চলচত্রি গন্ডরি সঙ্গে যুক্ত হলো ফ্রডিম স্যানটিারি ন্যাপকনি। সম্প্রতি এক অনুষ্ঠানরে মাধ্যমে ফ্রডিম স্যানটিারি ন্যাপকনি ব্র্যান্ড এবং গড়াই ফল্মিসরে মধ্যে এ সর্ম্পকে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সি আই কন্সুমার ব্র্যান্ডস্ এর পক্ষে ম্যানজেংি ডরিক্টের জনাব সয়ৈদ আলমগীর এবং গড়াই ফল্মিসরে পক্ষে নর্মিাতা ফাখরুল আরফেনি খান চুক্ততিে স্বাক্ষর করনে। উক্ত অনুষ্ঠানরে উভয় প্রতষ্ঠিানরে র্কমর্কতার্বগ উপস্থতি ছলিনে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফাখরুল আরেফীন খান বলেন, ‘বর্তমান সময়ে একটি ভালো গল্প পর্দায় ফুটিয়ে তোলা নিঃসন্দেহে চ্যালেঞ্জিংও বটে। ফলে অনেক সময় বাজেট নির্দিষ্ট থাকে না। ফলে অনেক সময় বাজেটের অভাবেই কোনো মতে একটি গল্প বলতে হয়। এই পরিস্থিতিতে এ সি আই পরিবারের পাশে দাঁড়ানোয় আমাদের জন্য বেশ উপকারই হলো।’
এ প্রসঙ্গে জনাব সৈয়দ আলমগীর বলেন, ‘দেশের প্রথম সারির বড় প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে এ সি আই লিমিটেড। এই কোম্পানরি চারটি স্ট্রটেজেকি বিজনেস ইউনিটের সমন্বয়ে ২৫টির অধিক ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিটে কাজ করছেন ২০ হাজারের অধিক কর্মী। একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে অনেক তরুণ এ সি আই লিমিটেডে চাকরি করার স্বপ্ন দেখেন। প্রতিবছরই বিভিন্ন সেক্টরে কয়েক হাজার লোক নিয়োগ করে এ সি আই। এবারের আমরা সিনেমার সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে কাজ করছি। আমরা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবো। তবে নিশ্চয়ই তা ভালো সিনেমার ক্ষেত্রে।’
রোমান্টিক-কমেডি ঘরানার ‘গ-ি’ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। আসছে সেপ্টেম্বরে ছবিটির শেষ লটের দৃশ্যধারণ হবে। ফাখরুল আরেফীন খান জানালেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে টানা ১২দিন ঢাকার বেশ কয়েকটি লোকেশনে ছবিটির দৃশ্যধারণ হবে। সেখানে থাকবেন ফেলুদা খ্যাত সব্যসাচী, সুবর্ণা মুস্তফা সহ আরও অনেকে।’ গ-ি ছবিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ।