মোড়েলগঞ্জে জামায়াত নেতা আবুল কাশেমের ইন্তেকাল

0
206

মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের সাবেক ২ বার নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম (৮৫) শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টায় ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহে—রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১মেয়ে সহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেল ৩টায় সিংজোড় চিংড়াখালী সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার নিজ পাথুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাওলানা আবুল কাশেম তার কর্মময় জীবনে একজন মানুষ গড়ার কারিগর হিসেবে সিংজোড় চিংড়াখালী সিনিয়র আলিম মাদ্রাসা, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। ১৪ বছরে দু’ বারের নির্বাচিত একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে সমাজের অগ্রানী ভূমিকা রেখেছেন তিনি। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এদিকে অধ্যক্ষ মাওলানা আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, এ্যাড. শেখ আব্দুল ওয়াদুত, বাদশা মিয়া, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, মাওলানা গোলাম আহাদ জোমাদ্দার, মো. নাসির উদ্দিন, ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ, শোয়াইব শরীফ শোয়েব প্রমুখ।