মোংলায় ৪শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন ও শীত বস্ত্র বিতরন

0
398

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় প্রজন্ম ২০০১ এর উদ্যোগে উপজেলার জয়মনিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরন, চিকিৎসা সামুগ্রী ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে সুন্দরবন সংলগ্ন জয়মনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় গরীব চার শতাধিক শিক্ষাথীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, পেস্ট, ব্রাশ, খাবার স্যালাইন, বিস্কুট, চিপস ও কম্বল বিতারণ করেছে এসএসসি প্রজন্ম ২০০১ নামের একটি বে সরকারী সংস্থা। স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, মোংলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন শরীফ ও প্রজন্ম ২০০১ এর শওকত মন্জুর শান্ত, মাহমুদ রুবেল, আবদুর রহমান শেখ, ফাহিম আদি, জহিরুল ইসলাম, কাজী জামাল, মুশফিকুর রহমান, নাজমুল শাহাদাৎ নাজিম ও জাহিদ পাটোয়ারী উপস্থিত থেকে এই খাবার ও উপকরণ বিতরন করেন। পরে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার হার বাড়াতে একটি জরিপ এর ফলাফল সবার সামনে উপস্থাপন করা হয়। ওই সময় বাল্য বিবাহ রোধে একটি কমিটি গঠন করা হয়।