মেসির চোট গুরুতর নয়

0
273

খুলনাটাইমস স্পোর্টস: মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশের হয়ে মাঠে নামাটা সুখকর হয়নি লিওনেল মেসির। ভিয়ারিয়ালের বিপক্ষে কুঁচকিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি বার্সেলোনা অধিনায়ক। কোচ এরনেস্তো ভালভেরদে জানিয়েছেন দলের সেরা তারকার চোট গুরুতর নয়। সতর্কতার অংশ হিসেবে বিরতির পর মাঠে নামেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। কাম্প নউয়ে মঙ্গলবার লা লিগায় ২-১ গোলে জেতে শিরোপাধারীরা। অঁতোয়ান গ্রিজমান ও আর্থার মেলোর গোলে ১৫ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। সান্তি কাসোরলার গোলে ব্যবধান কমায় ভিয়ারিয়াল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঊরুতে চিকিৎসা নিতে দেখা যায় ৩২ বছর বয়সী মেসিকে। বিরতির পর তার পরিবর্তে মাঠে নামেন উসমান দেম্বেলে। এর আগে কোপা আমেরিকায় খেলার পর ছুটি কাটিয়ে ক্লাবে ফিরে গত ৫ অগাস্ট প্রথম অনুশীলনেই পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মেসি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ও গ্রানাদার মাঠে লিগ ম্যাচে বদলি হিসেবে নামার পর ভিয়ারিয়ালের বিপক্ষে চলতি মৌসুমে প্রথমবার ছিলেন শুরুর একাদশে। শনিবার লিগে গেতাফের বিপক্ষে মাঠে নামার আগে রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়ের চোট নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে প্রাথমিকভাবে চোট গুরুতর নয় বলে মনে করেন ভালভেরদে। “এটা কুঁচকির সামান্য চোট। সতর্কতার অংশ হিসেবে আমরা তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই। কোনো ধরনের ঝুঁকি নেওয়ার দরকার ছিল না। মোটা দাগে বললে এতটুকুই।”