মুক্তিযুদ্ধের ইতিহাস খন্ডিত বা বিকৃতকরণ মুক্তিযুদ্ধের প্রতি অসম্মানের সামিল

0
179

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কমিটির জরুরী বর্ধিত সভা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ। অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑজেলা সহ-সম্পাদক শেখ আব্দুল হান্নান, মহানগর সম্পাদকমÐলীর সদস্য সুতপা বেদজ্ঞ, নিতাই পাল, মহানগর নেতা মিজানুর রহমান বাবু, তোফাজ্জেল হোসেন, নীরজ রায়, মোস্তাফিজুর রহমান রাসেল, ফরহাদ হোসেন মিটন, সোহরাব হোসেন, রঙ্গলাল মৃধা, সাইদুর রহমান বাবু, ওয়াহিদু রেজা বিপলু, সিপিবি নেতা হুমায়ুন কবীর, ফিরোজ মাহমুদ, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, খান আজরফ হোসেন মামুন, শাহ মোঃ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জামসিদ হাসান জিকু, শেখ রবিউল ইসলাম রবি, মোঃ সোহেল হোসেন প্রমুখ।
বর্ধিত সভায় ১ মার্চ শহীদ তাজুল দিবস, ৬ মার্চ দলের প্রতিষ্ঠাবার্ষিকী, ৮ মার্চ নারী দিবস, ৯ মার্চ কমরেড এড. ফিরোজ আহমেদের মৃত্যুবাষির্কী, ২৫ মার্চ সহ¯্র প্রদীপ প্রজ্জ্বলনসহ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। বর্ধিত সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে প্রতিটি সরকারই মুক্তিযুদ্ধের ইতিহাস খÐিতকরণ বা বিকৃতকরণ করেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আজও জাতির সামনে তুলে ধরা হয়নি। মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলাবাহিনীর গৌরবোজ্জ্বল ও বীরত্বপূর্ণ ভূমিকা, তৎকালীন কমিউনিস্ট শাসিত সোভিয়েত রাশিয়ার আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন ও সহযোগিতা এক্ষেত্রে তখনকার কমিউনিস্ট পার্টির ভূমিকা মুক্তিযুদ্ধের ইতিহাসে পাশ কাটানো হয়েছে, যা অনাকাক্সিক্ষত। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত বা খÐিতকরণ মুক্তিযুদ্ধের প্রতি অবমাননার সামিল।