মিয়ানমারে ১১টি গুরুত্বপূর্ণ পদে সেনা নিয়োগ

0
147

টাইমস বিদেশ : মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর অর্থ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ১১টি পদে সেনা সদস্যদের নিয়োগ দিয়েছেন দেশটির সেনা প্রধান মিন অং লাইং। সোমবারের অভ্যুত্থানে ২৪ জন মন্ত্রী ও উপমন্ত্রীকে পদচ্যুত করে সামরিক জান্তা। মিয়ানমারের সেনাবাহিনীর গণমাধ্যম মিয়াওয়াদ্দায় টেলিভিশনে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। নতুন করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পর জয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সামরিক জান্তা। যদিও নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেবিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে, সেনা অভ্যুত্থানের বিষয়ে জবাব চেয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। এদিকে, মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলে এখনো বন্ধ রয়েছে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ। গেল বছরের নভেম্বরের নির্বাচনে অং সান সুচির দল বড় জয় পায়। তবে নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগ আনে সেনাবাহিনী।