মানহানির মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন আদেশ প্রত্যাহার

0
244

খুলনাটাইমস ডেস্ক : মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা এক মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্ট বৃহস্পতিবার সকালে স্থায়ী জামিন দিলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছেন। সূত্র জানায়, জামিন বিষয়ে রুল শুনানির জন্য অবকাশের এক সপ্তাহ পর সময় নির্ধারণ করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আব্দুল মবীন সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলাটি করেন জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম। পরে ২০১৮ সালের ৫ আগস্ট এ মামলায় নড়াইলের আদালতে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর হয়। এরপর ওই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়া একই বছরের ৯ আগস্ট হাইকোর্টে আবেদন করেছিলেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে কারাবন্দি রয়েছেন খালেদা জিয়া। কারা হেফাজতে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন চিকিৎসাধীন।