মাদারীপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৯

0
183

টাইমস ডেস্ক:

মাদারীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।গতকাল শনিবার রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন কাওসার ব্যাপারী (৩৭), এসকেন্দার ব্যাপারী (৪০), মাহাবুব মাতবর (৩৮), ওবাদুল ব্যাপারী (৩৪), আরিফ ব্যাপারী (৩৪), নয়ন ব্যাপারী (৩২), ফয়সাল ব্যাপারী (৩৫), সুজন মৃধা (২৮) ও সজীব মাতবর (৩৩)। তাঁরা সবাই কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে কাওসার ব্যাপারী, এসকেন্দার ব্যাপারী, মাহাবুব মাতবর, ওবাদুল ব্যাপারী ও আরিফ ব্যাপারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য ব্যক্তিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্রে করে কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক মাতবরের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ব্যাপারীর বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় ইউনিয়নের মফিজউদ্দিন মোড়লেরকান্দি এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আতিক মাতবরের সমর্থক মিরাজ আকন। তাঁর গতিরোধ করে মনোয়ারের ছোট ভাই তুষার ব্যাপারী লোকজন নিয়ে মিরাজকে মারধর করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অপর ছয়জন।

কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিক মাতবর বলেন, ‘সামনে ইউপি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করেই মূলত দ্বন্দ্ব। মনোয়ারের ভাই তুষার ব্যাপারী আমার লোকজনের ওপর গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ সবাই আমাদের লোকজন।’

অভিযোগের বিষে সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ার ব্যাপারী বলেন, ‘আমার ভাই তাদের কোনো গুলি করেনি। নির্বাচন নিয়ে তারা নিজেরা দুপক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়েছ।’

পুলিশ জানায়, তুষার ব্যাপারী ও মনোয়ার ব্যাপারীর লাইসেন্সধারী বন্দুক আছে। তাঁরা দুজনই গুলি ছুড়েছেন। এ ঘটনায় পুলিশ মনোয়ার ব্যাপারীসহ চারজনকে আটক করেছে। তবে আজ রোববার সকাল সাড়ে নয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন মুঠোফোনে প্রতিনিধিকে বলেন, সংঘর্ষ ও উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় একটি মার্কেটেও ভাঙচুর চালানো হয়। উভয় পক্ষের বেশ কিছু লোক আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।