মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন দেখতে চাই:এমপি বাবু 

0
424
ওবায়দুল কবির(সম্রাট):কয়রা(খুলনা)প্রতিনিধি:-
খুলনা-০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, মাদক ব্যবসায়ীদের মাফ করা যাবে না। সে যেই হোক না কেনো তাকে আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন দেখতে চাই। আমাদের সন্তানেরা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশে, অনেক রাত করে বাড়িতে ফিরে কিনা-এসব ব্যাপারে বাবা-মাকে খোঁজখবর রাখতে হবে। সন্তানদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যথেষ্ট। ইতোমধ্যে যারা মাদকাসক্ত হয়েছে, তাদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। ২ জানুয়ারী বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০  তম প্রতিষ্টা বার্ষিকি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে  র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা পরিষদ মিলনায়তন এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই স্থানে,সমাজ সেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে  উপজেলা সমাজ সেবা কার্যলয়ের আয়োজনে সমাজ সেবা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি  আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি বলেন,সমাজের অনেক অবহেলিত মানুষ আছে,এধরনের অসহায় ও দুস্থ মানুষ গুলোর পাশে দাঁড়ানো অনেক পূণ্যের কাজ। তিনি বলেন সমাজের ধনাঢ্য ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তাহলে এ সমস্যার সামাধান অবশ্যই সম্ভব। তিনি সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।তিনি আরও বলেন,মানুষ হিসেবে জন্ম নিয়ে আমরা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহর বান্দার সেবা করা আল্লার সেবা করারই নামান্তর। তাই অসহায় পিড়িত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, প্রেস ক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার  বাবু অনাথ কুমার বিশ্বাস, অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুর সাত্তার পাড়,সরদার নূরুল ইসলাম কোম্পানি,এইচ এম হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল মামুন লাভলু, কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম,ছাত্রলীগ সাবেক আহবায়ক ইমদাদুল হক টিটু, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খান,বিএল কলেজ ছাত্রলীগ সহসভাপতি শেখ শাকিল,আল আমিন ফরহাদ,কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল,সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষকগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও প্রধান শিক্ষাগন এবং স্থানীয় গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।