ভ্যাকিসিন হালাল না হলেও সমস্যা নেই: ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

0
198

টাইমস বিদেশ :
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ইসলাম গবেষক মারুফ আমিন বলেছেন, মহামারি করোনা ভাইরাসের চীনা ভ্যাকসিন হালাল হলে ভালো, হালাল না হলেও কোনো সমস্যা নেই। শুক্রবার তার মুখপাত্র মাসদুকি বাইডোয়ির বরাতে এ তথ্য প্রকাশ করে মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার অনলাইন। ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী লুহুত বিনসারের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান ভাইস প্রেসিডেন্ট। এতে চীনের বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোভ্যাকের তৈরি করা ভ্যাকসিনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। ইন্দোনেশিয়ার পিটি বায়ো ফার্মা সিনোভ্যাকের সঙ্গে মিলে স্থানীয়ভাবে এই ভ্যাকসিন উৎপাদন করছে। এ নিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, ভ্যাকসিন যদি হালাল হয়তো ভালো। যদি না হয় তাহলেও কোনো সমস্যা নেই। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট বর্তমানে দেশটির উলেমা কাউন্সিলেরও চেয়ারম্যান।