ভারত মহাসাগরে ইরান, রাশিয়া ও চীনের চার-দিনব্যাপী নৌমহড়া শুরু

0
270

খুলনাটাইমস ডেস্ক: ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে চার-দিনব্যাপী যৌথ নৌমহড়া শুরু করেছে ইরান, রাশিয়া চীন ওমান। গতকাল শুক্রবার সকালে ‘মেরিন সিক্যুরিটি বেল্ট’ নামের এ মহড়া শুরু হয়েছে এবং তা সোমবার পর্যন্ত চলবে। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি গত বুধবার জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের এই কৌশলগত অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া, অংশগ্রহণকারী তিন দেশের মধ্যে সমুদ্র বিষয়ক উদ্ধার তৎপরতার অভিজ্ঞতা বিনিময় করা হবে এ মহড়ার অন্যতম লক্ষ্য। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান জানান, ওমান সাগরের যৌথ নৌমহড়ায় চীনের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার- ‘শাইনিং’ অংশগ্রহণ করবে। এ ছাড়া, মহড়ায় রাশিয়ার তিনটি রণতরী অংশ নিচ্ছে। ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব বিজয়ের পর এই প্রথম তিন দেশের যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে তেহরান। পারস্য উপসাগরে টহল দেয়ার জন্য আমেরিকা যখন একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে তখন ইরান, রাশিয়া ও চীনের এ যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হচ্ছে। আমেরিকা গত কয়েক মাস ধরে জোট গঠনের জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো সত্ত্বেও ওয়াশিংটনের মিত্র দেশগুলো তার আহ্বানে তেমন একটা সাড়া দিচ্ছে না।