৬ হাজার কঙ্কালের পাশে হাজার হাজার গুলি

0
250

খুলনাটাইমস বিদেশ : বুরুন্ডিতে ছয়টি গণকবর থেকে ৬ হাজারেরও বেশি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। জানুয়ারি থেকে দেশব্যাপী গণকবরের সন্ধানে নামার পর দেশটির কাউরুসি প্রদেশে এটিই সবেচেয় বড় আবিষ্কার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের চেয়ারম্যান ক্লেভার নাদাইকারে সাংবাদিকদের বলেন, ৬ হাজার ৩২টি কঙ্কালের পাশাপাশি কয়েক হাজার গুলি, তাদের পোশাক, চশমাসহ ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তিনি ধারণা করছেন, ১৯৭২ সালের গণহত্যার সময় এভাবে মানুষ মেরে পুঁতে রাখা হয়েছিল। বুরুন্ডির ইতিহাস দাঁড়িয়ে আছে এমন অনেক গণকবরের ওপর। এখানকার সাধারণ মানুষ টুটসি এবং হুটু সম্প্রদায়ে বিভক্ত। ২০০৫ সালে তাদের গৃহযুদ্ধ শেষ হওয়ার আগে ৩ লাখের মতো মানুষ প্রাণ হারান। প্রায় ৫ বছর ধরে দেশটির সরকার গণকবরের সন্ধান চালাচ্ছে। এখন পর্যন্ত ৪ হাজার কবরের খোঁজ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব কবরে ১ লাখ ৪২ হাজারেও বেশি মানুষকে রাখা হয়েছে।