‘ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণ করবে আমেরিকা’

0
235

খুলনাটাইমস ডেস্ক: ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণ করবে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষ মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র সিন রবার্টসন এ খবর জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার বলেন, এ মহড়া সত্ত্বেও আমেরিকা তার মিত্রদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক পানিসীমা ও প্রণালীগুলোর নিরাপত্তা রক্ষা করবে। আমেরিকা বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে বলে দাবি করেন রবার্টসন।
এর আগে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বৃহস্পতিবার বলেন, ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে এ মহাড় হচ্ছে এবং এ মহড়া থেকে সদিচ্ছার বার্তা পাঠানো হবে।চীন এ মহড়ায় ডি০৫২ মডেলের একটি ডেস্ট্রয়ার পাঠিয়েছে বলে জানান চীনা মুখপাত্র। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বাল্টিক সাগরে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা তিনটি রুশ রণতরী ওমান সাগরের যৌথ নৌমহড়ায় অংশ নেবে। চীন, রাশিয়া ও ইরানের মধ্যে প্রথমবারের মতো যৌথ নৌমহড়া গতকাল থেকে শুরু হয়েছে। ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে আগামী সোমবার পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে।