ভারতে করোনায় একদিনে ৯৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৯ হাজার ৮৭৮

0
205

খুলনাটাইমস বিদেশ : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪৫ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৫ হাজার ৭৯৪ জন। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বাধিক ৬৯ হাজার ৮৭৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ লাখ ৭৫ হাজার ৭০১। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ লাখ ২২ হাজার ৫৭৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৬৩১ জন। সুস্থতার হার ৭৪ দশমিক ৬৯ শতাংশ। শুক্রবার ভারতে ১০ লাখ ২৩ হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বাধিক। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২১ হাজার ৬৯৮ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ৩৪০ জন, কর্ণাটকে ৪ হাজার ৫২২ জন এবং দিল্লিতে ৪ হাজার ২৭০ জন।