বড়দলে মেম্বার নীলকন্ঠ গাইনের নির্বাচনী মতবিনিয় সভা

0
152

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নীলকণ্ঠ গাইন নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকালে নিজস্ব বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৫নং ওয়ার্ড (হেতাইলবুনিয়া, কদমতলা, ল²ীখোলা, মুরারীকাটি, মাদিয়া ও জেলপাতুয়া গ্রাম) এ তিনি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর বিগত ৫ বছরে ওয়ার্ডের উন্নয়নে নিজেকে সপে দিয়ে অনেক কিছু করেছেন। যার মধ্যে জেলপাতুয়া শামছুরের বাড়ি হতে ইমান আলির বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সোলিং, কেনারামের বাড়ি হতে চিত্ত মন্ডলের বাড়ি পর্যন্ত সোলিং, মাদিয়া কিরণ মন্ডলের বাড়ি হতে সমরেশের বাড়ি, মুরারিকাটি ভোট মন্ডলের বাড়ি হতে রমেশের বাড়ি, জেলপাতুয়া হরষিতের দোকান হতে বিশ্বনাথের বাড়ি গামী সড়কের সোলিং, হেতাইলবুনিয়া হরষিত গাইনের বাড়ি হতে হরেন্দ্রর দোকান, মাদিয়ার কিরণের বাড়ি হতে সমরের বাড়ি, হেতাইলবুনিয়া হরেনের বাড়ি হতে অমল গাইনের বাড়ি পর্যন্ত মাটির কাজ করেছেন। জেলপাতুয়া, কদমতলা, ল²ীখোলা (১টি চলমান, ১টি শেষ) কালভার্ট নির্মান, জেলপাতুয়া নারুনবাড়ির খালে ব্রীজ, মাদিয়া খাল ও হেতাইলবুনিয়া খালে ব্রীজ করা হয়েছে। হেতাইলবুনিয়া শ্মশানঘাট করা হয়েছে। মাদিয়া স্কুল মাঠ, ল²ীখোলা কমিউনিটি ক্লিনিক মাঠ, হেতাইলবুনিয়া স্কুল মাঠ, জেলপাতুয়া মনসা মন্দির মাঠ, জেলপাতুয়া বৈরাগি বাড়ি যজ্ঞ মন্দির মাঠ, সরদার বাড়ি যজ্ঞ মন্দির রাস্তা, হেতাইলবুনিয়া বাসন্তি মন্দির মাঠ ভরাট কাজ করা হয়েছে। মাদিয়া মন্দির (ষষ্ট পল্লী), মাদিয়া সার্বজনীন কালিমন্দির ও বাসন্তি মন্দিরে টিআর প্রদান করা হয়েছে। ওয়ার্ডে এই সময়ে ২৪টি জোড়া ও ১৫টি সিঙ্গেল পানির ট্যাংকি, ২টি পিএসএফ, ৩০টি স্যানেটারী ল্যাট্রিন, ৩৫টি সৌর বিদ্যুৎ ও ২টি স্ট্রীট ল্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া অনিয়মমুক্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী, ভিজিডি কার্ড, ১০ টাকা কেজি মূল্যের চাউলের কার্ড প্রদান এবং সুষ্ঠু ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মেম্বার নীলকণ্ঠ আরও বলেন, তার সফলতায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে হয়রানীর অপচেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তাদের ষড়যন্ত্র বুঝতে পেরে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তাই জনগণ আবারও আমাকে নির্বাচিত করবেন এ বিশ্বাস আমার আছে। ভোটাররাও একই মনোভাবে বদ্ধপরিকর। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়ে ওয়াদা পুরণ করেছি। আমি নির্বাচিত হতে পারলে, অসমাপ্ত সকল সড়কের কাজ শেষ করবো, কোন কাচা রাস্তা থাকবেনা। ভাতাভোগিরা বঞ্চিত হয়নি, আগামীতেও হবেনা। খাল উন্মুক্ত করা, পয়ঃ নিস্কাশন ব্যবস্থা নিশ্চিত করা, বাকী কালভার্ট নির্মান করা হবে। ১০০% মাদকমুক্ত ওয়ার্ড নিশ্চিত করেছি, চুরি-ডাকাতি বন্ধ করেছি, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারছে ভবিষ্যতেও বজায় রাখবো। মানুষের মধ্যে বিবাদ, সংঘর্ষ ঘটলে সাথে সাথে আপোষ করার চেষ্টা করেছি, থানা পুলিশ করতে দেইনি। আমি অসহায় মানুষের পাশে ছিলাম, থাকবো, ওয়ার্ডকে শান্তিপূর্ণ ওয়ার্ডে পরিণত করতে কার্পন্য করবো না।