বিদ্রোহী নজরুল একাডেমি’র মহান স্বাধীনতা দিবস উদযাপন

0
135

খবর বিজ্ঞপ্তি:
বিদ্রোহী নজরুল একাডেমি’র নিজস্ব কার্যালয়ে শুক্রবার সন্ধ্যা ৬টায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন, ঢাকা’র সঙ্গীত শিল্পী অসিত কুমার মÐল। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিঃ, খুলনার সিনিয়র অফিসার মঙ্গল চন্দ্র ঢালী এবং ল্যাব এইড ডায়াগনস্টিক, খুলনার পরিচালক ডাঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা তৌহিদুর রসুল শিমুল। অতিথিদের পাশাপাশি আলোচনায় অংশগ্রহণ করেনÑসেজুতি ইসলাম, লতা বিশ্বাস, মাধুরী মÐল, কণিকা রায়, লনি রায়, রিংকু সরকার, রাহেলা সিদ্দীকা ঋতু, লিকটন সরদার প্রমুখ। সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেনÑউপমা রায়, আরিয়ান ইসলাম নিয়ন, রথিন বিশ্বাস শুভ, উপমা সরদার, মোহনা রায়, চৈতী বসু, জয়ীতা মÐল, আরশি, পল্লীকা মÐল, দীপন মÐল, রাইমা ঢালী, সিমান্তী মÐল, স্বর্ণালী, মোহনা বসু, ডাঃ নুরুল ইসলাম, খন্দকার একরাম হোসেন, অসিত কুমার মÐল, কৌশিক রায় এবং যন্ত্রসঙ্গীত তবলায় ছিলেন বাপী সরকার। সমগ্র অনুষ্ঠানটি গ্রš’না, উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাম প্রসাদ রায় (সুমন)।