বাগেরহাট- ৪ আসনে উপ-নির্বাচন মনোনয়ন পত্র জমা তিন প্রার্থীর

0
206

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট- ৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বুধবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার দুপুর আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মোরেলগঞ্জ উপজেলা সহকারী রিটাংনিং অফিসার মো. মোস্তফা কামালের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। একই দিন দুপুর বাগেরহাট জেলা নির্বাচন অফিসে রিটাংনিং অফিসার মো. ইউনুচ আলীর কাছে প্রথমে জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এরপর বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটাংনিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন বিএনপি’র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন।
আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন মনোনয়ন পত্র দাখিলের পর তার প্রাথমিক প্রতিক্রিয়ার জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানান। অন্যদিকে মনোনয়ন পত্র দাখিল করে বিএনপি’র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচনের কোন সুষ্ঠ পরিবেশ নেই দাবী বলে বলেন, পুলিশ এখনই বিএনপি’র নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তার শুরু করেছে। দলীয় নেতাকর্মীরা গ্রেপ্তার আতংকে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে।
আগামী ২৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বাছাই, ২৯ তারিখ মনোনয়ন পত্র প্রাত্যাহার, ১ মার্চ প্রতীক বরাদ্দ ও ২১ মার্চ ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন ১০ জানুয়ারী মৃত্যুবরন করায় এই আসনটি শূণ্য হয়। সে অনুয়ায়ী আগামী ২১ মার্চ এখানে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।