বাগেরহাটে বঙ্গবন্ধু গণ পাঠাগারের উদ্বোধন

0
224

রামপাল প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজারে বঙ্গবন্ধু গণ পাঠাগার নির্মান করা হয়েছে। শনিবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই পাঠাগারের উদ্বোধন করেন। এসময় রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান নুরুল হক রিপন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ ফকির, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদ, বাইনতলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ ফকিরের সার্বিক তত্বাবধায়নে এলজিএসপির অর্থায়নে চাকশ্রী বাজারে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এই গণ পাঠাগার করা হয়েছে। স্থানীয় জ্ঞান পিপাষুরা পাঠাগারে এসে বিনামূল্যে বই পরার পাশাপাশি প্রয়োজনে পাঠাগারের নিয়ম মেনে বই ধার নিয়ে বাড়িতে রেখেও পড়তে পারবেন। প্রত্যন্ত গ্রামের বাজারে পাঠাগার স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
বাগেরহাট।