কেএমপি’র খুলনা থানা পুলিশ কর্তৃক ৩ জন ছিনতাইকারী গ্রেফতার

0
80
Basic RGB

নিজস্ব প্রতিবেদক:
কেএমপি’র খুলনা থানা পুলিশ কর্তৃক ছিনতাইকৃত ১টি মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা উদ্ধারসহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে খুলনা থানার মামলা নং-০৩, তারিখ-০২/১০/২০২৩ খ্রিঃ, ধারা-২০০২ (সংশোধনী ২০১৯) সালের আইন-শৃঙ্খলা বিঘœকারী দ্রæত বিচার এর ৪(১)/৫ রুজু করা হয়েছে।
জানা গেছে, সোমবার, ২ অক্টোবর, ভোর সোয়া ৫টার সময় যশোর হতে ট্রেনযোগে খুলনা আগত যাত্রী মোঃ আবু ইউসুফ (১৭) খুলনা থানাধীন জব্বার স্মরণী পানির ট্যাংকি মোড়স্থ মেসার্স আল্লাহর দান ত্রিপল ঘরের সামনে হতে ছিনতাইয়ের চেষ্টাকালে খুলনা রেলওয়ে হাসপাতাল রোড নিউ কলোনী এলাকার কেরামত আলীর ছেলে মোঃ শুকুর আলী (২২), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ ইমরান খান (২০) এবং খুলনার ৫নং ঘাট ডি-বøকের আবুল বাসারের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৫)’কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ছিনতাইকারীরা আগত যাত্রী মোঃ আবু ইউসুফকে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে এবং ১নং আসামীর নিকট থাকা একটি ধারালো ছুরি দিয়ে তাকে প্রাণনাশের ভয়ভীতি প্রদান করে তার নিকট হতে একটি পুরাতন কালো রংয়ের ANDROID TECNO POP মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আশপাশের লোকজনের কাছে ধৃত হয় এবং খুলনা পুলিশের সহায়তায় ছিনতাইকৃত মালামাল উদ্ধার হয়।