বাংলাদেশ সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ : এড. সুজিত অধিকারী

0
175

খবর বিজ্ঞপ্তি:
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট আইনজীবী এড. সুজিত অধিকারী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। এদেশ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। সেই মহান স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কাছে নষ্ঠ হতে দেব না। বর্তমান সরকার প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযােগ্য কন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা এদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। এদেশে কোন জঙ্গীবাদ মৌলবাদের বিন্দুমাত্র স্থান নেই। এদেশে সকলের সমান অধিকার। সকলে সকলের ধর্ম নির্বিঘেœ পালন করবেন। এসময তিনি আরো বলেন কোন সাম্প্রদায়িক ষড়যন্ত্রকারীদের কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
ওবিবার (৮ আগস্ট) রূপসায় ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড সুজিত অধিকারী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, এ্যাড ফরিদ আহম্মেদ, এ্যাড নব কুমার চক্রবর্তী, এম এ রিয়াজ কচি, মোজাফফর মোল্যা, রফিকুল ইসলাম লাবু, সাইদুজ্জামান সম্রাট, অমিয় কুমার অধিকারী, মানিকুজ্জামান অশোক, সরদার আবুল কাশেম ডাবলু, অধ্যাপক শ্যামল কুমার দাস, চন্ঞ্চল কুমার মিত্র, আব্দুর গফুর খান, মঈন উদ্দীন শেখ, সাধন কুমার অধিকারী, সোহেল জুনায়েদ, শক্তিপদ বসু, আবু আহাদ হাফিজ বাবু, আরাফাত খান, পলাশ রায়, মনোয়ার হোসেন, শিপন ধর, তাপস বিশ্বাস, অনাদি রায় প্রমূখ। উপস্থিত শত শত নেতাকর্মী ও ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। কেউ সাম্প্রদায়িক উসকানি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার জন্য আহবান করেন, এবং সকলকে আশ্বস্ত করেন এ ঘটনার সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।