বাঁকড়া-কামালকাটি সড়কের পাশে মাটির কাজ না করায় হুমকীগ্রস্ত

0
388

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার বাঁকড়া টু পশ্চিম কামালকাটি আরসিসি ঢালাই সড়ক এর পাশে মাটির কাজ না করায় এবং আউট ড্রেন (ক্যানেল) না থাকায় চরম ঝুঁকিতে রয়েছে। বর্ষা মৌসুম শুরু হলেই সড়কটি ভেঙ্গে নাজুক পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে সচেতন এলাকাবাসী ধারনা করছেন। বাঁকড়া থেকে বিলের মধ্য দিয়ে দু’পাশে মৎস্য ঘেরের পানির সাথে মিলেমিশে সড়কটি পশ্চিম কামালকাটি পর্যন্ত চলেগেছে। সড়কের আরসিসি ঢালাই কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। টাকা দিয়ে মোড়ানো সড়কের দু’পাশে বহু মাছের ঘের অবস্থিত। কোন ঘেরে আউট ড্রেন নেই। ফলে ঘেরের পানিতে রাস্তার তলদেশ রসে যাচ্ছে এবং বৃষ্টি-বাদল ও বাতাসের সাথে ঘেরের পানির প্রচন্ড গতির ঢেউ সব সময় সড়কের উপর আছড়ে পড়ছে। উপজেলা পরিষদের সমন্বয় সভা ও আইন শৃংখলা কমিটির সভায় প্রতি বছর একাধিকবার মৎস্য ঘের মালিকদের রাস্তার পাশে আউট ড্রেন করার জন্য পদক্ষেপ নিতে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের হয়ে এব্যাপারে মাইকিং করাও হয়েছে অনেক বার। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। এলাকাবাসী জানান, পুরো সড়কটির পাশে মাটির কাজ না করায় সড়কটি অরক্ষিত রয়ে গেছে। বর্ষা মৌসুমের আগেই মাটির কাজ না করা হলে সড়কের অবস্থা খুবই নাজুক হয়ে পড়বে। সড়কটির দুই পাশে কোন রকম মাটির কাজ করা হয়েছে। ফলে সড়কের পাশে বর্তমানে যথাযথ মাটি নেই বললেও অত্যুক্তি হবেনা। একটু বৃষ্টি হলেই এবং মৎস্য ঘেরের পানি বাতাসের সাথে ঢেউ আকারে আঘাত হানলে মাটিসহ এজিং এর ইট ঘেরের মধ্যে ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে। এব্যাপারে জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।