কুল্যায় ভেড়ী বাঁধের গাছ কেটে সাবাড়

0
307

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে পাউবোর ভেড়ী বাঁধের উপর থেকে অসংখ্য গাছের বড় বড় ডালপালা কেটে সাবাড় করার অভিযোগ পাওয়া গেছে। ইতিপূর্বেও অভিযুক্ত গাছ কর্তনকারী গাছ কেটে মুচলেকা দিলেও অপকর্ম থেমে থাকেনি।
কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের হায়দার মোল্যা গুনাকরকাটি ব্রীজ থেকে বাহাদুরপুর খেয়াঘাট পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর রোপন করা বাবলা গাছ সহ বিভিন্ন গাছের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছিলেন। রোপনকৃত গাছের মধ্যে ফলজবৃক্ষের ফল তিনি ভোগ করতে পারবেন। কোন গাছ বা গাছের ডাল কর্তন করতে পারবেন না। একথা তার জানা থাকা সত্তেও ইতিপূর্বে গাছ ও গাছের ডাল কর্তন করার দায়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের নির্দেশে থানা পুলিশ তাকে আটক করেছিলেন। পরে মুচলেকা দিয়ে সে যাত্রায় রক্ষা পায়। বছর পার হতেই আবারও তিনি গাছের ডাল কর্তন করে নিচ্ছেন। এভাবে তিনি প্রতি বছর সরকারের গাছ কর্তন করে হাজার হাজার টাকা আত্মসাৎ করে থাকেন। স্থানীদের দাবি, বার বার এহেন অপরাধ করায় তার উপর থেকে দায়িত্ব তুলে নিয়ে অন্য কোন ব্যক্তির উপর দায়িত্ব দেওয়া হোক। বিষয়টি তদন্ত পূর্বক কর্তনকৃত ডাল জব্দ ও অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।