বুধহাটায় এক রাতে ৫ গরু চুরি

0
515

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে রাতের আধারে গোয়াল ঘর থেকে একরাতে ৪টি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, গত ২ জুন দিবাগত রাতে। ঘটনার ৪দিন অতিবাহিত হলেও চুরি হয়ে যাওয়া ৫টি গরুর কোন হদিস মেলেনি। জানা গেছে, বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মৃত কার্তিক বসাকের স্ত্রী ও ভাই বদ্ধুদেব বসাকের বাড়িতে নিজ নিজ গোয়াল ঘরে বিভিন্ন জাতের গরু পালন করেন। প্রতিদিনের ন্যায় তারা গোয়াল ঘরে গরু তুলে দিয়ে ঘুমিয়ে যান। পরদিন (২ জুন ২০২০) সকালে ঘুম থেকে উঠে তারা গোয়ালঘরে গিয়ে দেখেন উভয় গোয়ালঘরের তালা ভাঙ্গা এবং মৃত কার্তিক বসাকের গোয়াল ঘর থেকে ২টি ও বদ্ধুদেব বসাকের গোয়াল ঘর থেকে ৩টি গরু মোট ৫টি গরু নেই। যার আনুমানিক মূল্য ৫-৬ লাখ টাকা। বিষয়টি সাথে সাথে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে অবহিত করেন। এ সময় গ্রাম পুলিশ বাবলুর রহমান থানা পুলিশকে ঘটনার বিষয়ে অবহিত করেন। অন্যদিকে, স্থানীয় মাদকাসক্ত বা সংঘবন্দ চোরের দল এ ধরনের ঘটনা ঘটাতে পারে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এমতাবস্থায় চুরি যাওয়া গরু উদ্ধার ও চোর চক্রকে চিহ্নিত করতে প্রশাসনের উর্দ্ধতন কতর্ৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।