বটিয়াঘাটা সাব-রেজিস্ট্রি অফিসে দু’সপ্তাহ বন্ধের পর দলিল রেজিস্ট্রি শুরু হয়েছে

0
362

বটিয়াঘাটা প্রতিনিধি :
বটিয়াঘাটা সাব-রেজিস্ট্রি অফিসে গত দুই সপ্তাহ দলিল রেজিস্ট্রি বন্ধ থাকার পর গত বুধবার থেকে নতুন করে দলিল রেজিস্ট্রি শুরু হয়েছে। যে কারনে সাব-রেজিস্ট্রি অফিসে নতুন করে জমি ক্রেতা-বিক্রতাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
সূত্রে প্রকাশ, গত ৯ অক্টোবর সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ অন্যত্র বদলী হলে দীর্ঘ দুই সপ্তাহ বটিয়াঘাটায় দলিল রেজিষ্ট্রি বন্ধ থাকে। জেলার জন গরুত্বপূর্ণ উপজেলা বটিয়াঘাটায় দলিল রেজিষ্ট্রি বন্ধ হওয়ায় নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছিল। উর্দ্ধতন কতৃপক্ষ সমস্যা সমাধানের জন্য দৌলতপুর সাব-রেজিস্টার মোঃ সাজ্জাদ হোসেনকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে বটিয়াঘাটা সাব-রেজীস্ট্রি অফিসে অস্থায়ী ভাবে নিয়োগ প্রদান করেন। দায়িত্ব পেয়ে সাব-রেজিস্টার মোঃ সাজ্জাদ হোসেন গত বুধবার ও বৃহস্পতিবার দলিল রেজিস্ট্রি শুরু করেছেন। যে কারনে কিছুটা হলেও সামায়িক ভাবে জমি ক্রেতা-বিক্রেতার মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে এ উপজেলার জমি মালিক ও ব্যাবসায়ীগন জন গুরুত্বপূর্ণ এ রেজিষ্ট্রি অফিসে স্থায়ী ভাবে সাব-রেজিস্টারের নিয়োগে দাবী জানিয়েছে।