রামপালে জবরদখলের অভিযোগে হিন্দু সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

0
347

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালে বসত বাড়ি থেকে জোর পূর্বক উচ্ছেদের জন্য একটি হিন্দু পরিবারের উপর নির্যাতন, জুলুম চালানো হচ্ছে, এমন অভিযোগ করে রামপাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের মালো বাড়ি এলাকার কুমারেশ বিশ্বাস।
বুধবার রামপাল সদরের হোটেল কিছুক্ষণে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমারেশ বিশ্বাস। তিনি বলেন,আমি একজন জেলে সম্প্রদায়ের দরিদ্র মাছ ব্যবসায়ী। আমার ঠাকুর দাদার বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। আমি পৈত্রিক সূত্রে ও ক্রয় সূত্রে .২৫ শতক জমির মালিক। আমার প্রতিপক্ষ একই এলাকার আমজাদ আলী বেশ কিছুদিন ধরে ওই জমি দখলের পায়তারা করছে। তিনি তার কাছে জমি বিক্রী করে অন্যত্র চলে যাওয়ার জন্য আমার উপর চাপ দেন। আমি এতে রাজি না হলে আমজাদ ওই জমিতে জোর পূর্বক বাড়িঘর নির্মাণ করতে থাকেন। আমি প্রতিকার চেয়ে বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপারের কাছে তিনবার অভিযোগ করেছি। তিনি বিষয়টি রামপাল থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু কোন কাজ হয়নি। এছাড়া আমি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছেও তিন বার অভিযোগ করেছি। এছাড়া আমজাদ তার ছেলের শ্বশুর সন্তোষপুর গ্রামের আজগর আলীকে দিয়ে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। এখন আমাকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকী দিচ্ছে। আমি পরিবার পরিজন নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতার মধ্য আছি। আমি নিরাপত্তা চেয়ে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। আমি আমার দখল করে নেওয়া জমি ফেরৎ পাওয়ার জন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।