বুধহাটা বাজারে আবারো ৪ দোকানে চুরি : ব্যবসায়ীরা দিশেহারা

0
159

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে দোকানের চাল কেটে আবারো ৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। নিয়মিত বিরতির পর একের পর চুরির ঘটনায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা রাতে ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাতের যে কোন সময় সংঘবদ্ধ চোরেরা বাজারের প্রাচীন এ্যলোমনিয়ামের দোকান আলহাজ্ব আঃ সালামের ভাই ভাই এলোমনিয়াম ষ্টোরের টিনের চাল কেটে ভিতরে ঢুকে নগদ টাকাসহ অনুমনা ১০ সহ¯্রাধিক টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া বৃহৎ চাউলের পাইকারী ব্যবসায়ী বিল্ব মঙ্গল দেবনাথে চালের দোকানের চাল কেটে ভিতরে ঢুকে নগদ টাকাসহ অনুমান ২০ সহ¯্রাধিক টাকার মালামাল, নজরুল ইসলামের কাপড়ে দোকানের চাল কেটে অনুমান ২০/২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এবং তাপস দেবনাথে বিবেকানন্দ বস্ত্রালয়ের টিনের চাল কেটে সিলিং থাকায় ভিতরে ঢুকতে না পেরে ফিরে যায়। সকালে ব্যবসায়ীরা দোকানে গিয়ে চুরির ঘটনা জানতে পারেন। বুধহাটা বাজারে নিয়মিত চুরির ঘটনা ঘটে চলেছে। বাজারে কোন নাইট ডিউটি না থাকায় এবং সিসি ক্যামেরার কার্যকারিতায় সমস্যা থাকায় সহজে চোরেরা চুরি করে যাচ্ছে। এব্যাপারে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদের যথাযথ উদ্যোগ গ্রহনের জন্য দাবী জানান হয়েছে।