ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৪৭ নতুন ডেঙ্গু রোগী

0
296

খুলনাটাইমস: ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালগুলোতে। জেলায় বর্তমানে ২৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গতকাল শুক্রবার ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. এনামুল হক এসব তথ্য জানান। মো. এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরের হাসপাতালগুলোতে মোট এক হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর ভেতরে গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত, অর্থাৎ ২৪ ঘণ্টায় ৪৭ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। মো. এনামুল হক আরো জানান, বর্তমানে ফরিদপুরের হাসপাতালগুলোতে ২৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ ছাড়া মোট রোগীর ভেতরে এক হাজার ২৫৯ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আর ২৯১ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত শিশুসহ মোট সাতজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত মারা গেছেন।