নারায়ণগঞ্জে ৭০০ টাকার জন্য সহকর্মীকে খুন

0
348

খুলনাটাইমস: পাওনা টাকা না দেওয়ায় নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় আরিফ নামের এক হোসিয়ারি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই এক সহকর্মীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ওয়াকওয়েতে এ হত্যাকাÐ ঘটে। এ ঘটনায় পুলিশ মিরাজ নামের আরিফের এক সহকর্মী যুবককে আটক করেছে। নিহত আরিফ শহরের নিতাইগঞ্জ ঋষিপাড়া এলাকায় বাবা আবদুল মতিনের সঙ্গে ভাড়ায় থাকতেন। তিনি টানবাজার এলাকায় রিভারভিউ টাওয়ারের নবম তলায় নতুন চালু হওয়া একটি হোসিয়ারি কারখানার শ্রমিক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সহকর্মী সোহরাবের কাছ থেকে কিছুদিন আগে ৭০০ টাকা ধার নিয়েছিলেন আরিফ। সেই টাকা ফেরত না দেওয়ায় আরিফকে খুনের পরিকল্পনা করেন সোহরাব। পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে হোসিয়ারিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজনকে সঙ্গে নিয়ে আরিফকে ওয়াকওয়েতে ডেকে নিয়ে যান সোহরাব। একপর্যায়ে আরিফের ওপর অতর্কিতে হামলা চালান সোহরাব ও তাঁর সহযোগীরা। এরপর আরিফের বুকেসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যান তাঁরা। এ সময় আরিফের চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন মিরাজ নামের আরিফের এক সহকর্মী যুবককে গণপিটুনি দিয়ে আটকে রাখে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় জড়িত অভিযোগে মিরাজকে আটক করে। সদর মডেল থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানান, হত্যাকাÐে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। আটক মিরাজকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাÐে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত সোহরাবসহ অন্যান্যের গ্রেফতারের অভিযান চলছে।