ফকিরহাটে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
267

ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্নীতি, বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুক, ডেঙ্গু প্রতিরোধসহ মাদক বিরোধী গণসচেতনতা মূলক মতবিনিময় সভা মঙ্গলবার বিকাল ৪টায় আট্টাকা কে.আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা প্রসাশক মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা সহকারী ককমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, মহিলা ভাইচ চেয়ারম্যান তহুরা খানম, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম। অন্যান্যদের মধ্যে ফকিরহাট সরকারী ফজিলাতুননেচ্ছা মুজিব মহিলা কলেজের অধক্ষ অমিত রায় চৌধুরী, কাজি আজহার আলি কলেজের অধক্ষ(ভারপ্রাপ্ত) হাওলাদার মুজিবুর রহমান, উপজেলা আ’লীগোর সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, সুবির মিত্র, সহ-প্রচার সম্পাদক নির্মল কুমার দাশ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, মৎস অফিসার অভিজিৎ কুমার শীল, যুব উন্নয়ন অফিসার সরদার আমজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ ইউনুচ আলী, ফকির রেজাউল করিম, খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, কাজি মোঃ মহসিন, শেখ শহিদুল ইসলাম, বিশিষ্ট্য ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাদকে শক্ত হাতে নির্মুল করতে সকলের সার্বিক সহোযোগীতা কামনা করেন।