ফকিরহাটে বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা প্রকল্পের বৃত্তি প্রদান

0
452

ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শনিবার বিকাল ৪টায় বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতিত্বে বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা,উপজেলা কমিশনার ভূমি রহীমা সুলতানা বুশরা,খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি ডিসিপ্লিন প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন এর সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরি,খুলনা বিশিষ্ট কলামিষ্ট ও শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, অবসর প্রাপ্ত সহযোগী অধ্যাপক সঞ্জীব কুমার ঘোষ, বাগেরহাট জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক, ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন এর সম্পাদক ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু,বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের নির্বাহী সভাপতি বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সদস্য সচিব নাজরুল ইসলাম,বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের বৃত্তি বাছায় কমিটির আহবায়ক দাশ শিশির দাশ। এছাড়া এসময় ফকিরহাটের সকল ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় সমাজ সেবক ডাঃ আবু তালেব, শিক্ষানুরাগী হৃদয় রঞ্জন দাশ,শিল্পপতি এস.এম.আমজাদ হোসেন, শিল্পপতি আব্দুল জব্বার মোল্লা, শিক্ষানুরাগী নগেন্দ্রনাথ দাশ, শিক্ষানুরাগী কেশবলাল দাশ,প্রকৌশলী ডাঃ সুবোধ চন্দ্র দাশ ও জননেতা শেখ হেলাল উদ্দীন বৃত্তির প্রথম থেকে তৃতীয় কিস্তির (জানুয়ারি -সেপ্টেম্বর) পর্যন্ত ৯ মাসের মোট ৫,২৬,৫০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।