প্রতারণার দায়ে উচ্চমান সহকারীর (অব:) বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ

0
217

খবর বিজ্ঞপ্তি:
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী লুৎফুন নাহার অফিসের বিভিন্ন কাজ করে দেয়া ও চাকরি দেয়ার কথা বলে অনেক লোকের কাছ থেকে অর্থ আদায় করছেন এরকম মৌখিক অভিযোগের ভিত্তিতে খুলনার জেলা প্রশাসক বিষয়টি নিবার্হী ম্যাজিস্ট্রেট দ্বারা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। একাধিক সূত্রে জানা যায়, অর্থের বিনিময়ে সে নিজের স্বাক্ষরে উমেদার পদে লোক নিয়োগ এর জন্য নিয়োগপত্র দিয়েছেন, যা তার দেওয়ার সুযোগ নাই বা কোন আইনগত ভিত্তি নাই। উল্লেখ্য যে বর্তমান জেলা প্রশাসক খুলনাতে যোগদানের পর সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন। সকল কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছেন। এ কারণে জেলা প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সাথে আমলের নিয়ে এর সাথে আরো কারা জড়িত তা খুঁজে বের করে সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর অবস্থান গ্রহণ করেছে।