বঙ্গবন্ধু শতবর্ষে ফিরে দেখা গ্রন্থের মোড়ক উন্মোচন

0
192

তথ্য বিবরণী:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু শতবর্ষে ফিরে দেখা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার রাতে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি ছিলেন। প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং সরকারি ব্রজলাল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল। এতে সভাপতিত্ব করেন সরকারি ব্রজলাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিক-উজ-জামান। স্বাগত জানান সরকারি ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। শুভেচ্ছা জানান খুলনা জেলা পুস্তক ও প্রকাশনা সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন। খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি সহযোগিতায় ঢাকা বুকভিলা পাবলিকেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। ২৭ জন প্রথিতযশা লেখকের এই বইটি সম্পাদনা করেছেন অধ্যাপক শরীফ আতিক-উজ-জামান ও সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। চারশত আট পৃষ্ঠার এই বইটির দাম অফসেট বাঁধাই পাঁচশত ৫০ টাকা ও পেপার ব্যাক তিনশত ৫০ টাকা।