পুত্রবধুর হাতে শাশুড়ি প্রহরের ছবি ফেসবুকে, প্রশাসনের হস্তক্ষেপ

0
319

ডুমুরিয়া প্রতিনিধি:
‘পুত্রবধু মারতে মারতে শাশুড়িকে ঘরের উঠানে ফেলে দিয়েছে, তিনি সেখানে পড়ে কাঁদছেন। তার শাখাও ভেঙ্গে দিয়েছে।’ রবিবার দুপুর আড়াইটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ এই পোস্টটি দেখে ডুমুরিয়ার গণমানুষের মনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফেসবুক, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদের সাবেক সচিক গোবিন্দ মল্লিকের ছেলে উৎপল মল্লিক’র স্ত্রী স্বস্তিকা মল্লিক গতকাল দুপুরে তার শাশুড়ি ঝর্ণা মল্লিক-কে বেদম মারপিঠ করে ঘর থেকে উঠানে ফেলে দেয়। ছবিযুক্ত ওই পোস্টে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়। ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ওই খবর পেয়ে নিজেই ঘটনা¯’লে যেয়ে সত্যতা পেয়ে তার ছেলের স্ত্রী’কে আটক করার উদ্যোগ নিলে উৎপলের বাবা ঘটনা বাড়তে না দিয়ে ওসি সাহেবকে অনুরোধ করে পুত্রবধুকে দিয়ে তাদের মায়ের পা ধরে মাফ চাওয়ায়। আর গোবিন্দ মল্লিক ঘটনার প্রতিকার করার প্রতিশ্রুতি দিলে ওসি সাহেব তাদের ছেড়ে দিয়ে আসেন।এ প্রসঙ্গে ছেলে উৎপল মল্লিক বলেন, আমি বাড়ি ছিলাম না। তবে মা আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছে। তাছাড়া ইতোপূর্বে আমার মা আমার স্ত্রীর গর্ভের সন্তানকে লাথি দিয়ে মেরে ফেলেছে। শোভনা ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি মেম্বর শেখর মল্লিক বলেন, মাঝে-মধ্যেই তাদের বাড়িতে আজকের মতো ঝগড়া হতে শোনা যায়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, খবর শুনে তাৎক্ষনাত আমি সেখানে যেয়ে ঘটনার সত্যতা পেয়ে পুত্রবধুকে আটকের উদ্যোগ নিলে, তার শশুর গোবিন্দ মল্লিক পুত্রবধুকে দিয়ে পা ধরে মাফ চাইয়ে প্রতিকারের প্রতিশ্রুতি দেওয়ায় আমি সাময়িক ভাবে ছেড়ে দিয়ে এসেছি ।