পাইকগাছায় সিআইডি ইন্সপেক্টর হায়াত আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
368

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় সিআইডির ইন্সপেক্টর হায়াত আলীর বিরুদ্ধে জামিনপ্রাপ্ত এক ব্যক্তিকে হোটেলে আটকিয়ে রেখে টাকা আদায় ও মারপিট করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সোলাদানা গ্রামের ভুক্তভোগী লাল চাঁদ সানার পুত্র দেবাশীষ সানা। এ সময় অন্যান্য ভুক্তভোগী পরিবার উপস্থিত ছিলেন। লিখিত সংবাদ সম্মেলনে দেবাশীষ সানা জানান, পাইকগাছা থানার ৩১/১৮ মামলার জামিনপ্রাপ্ত ব্যক্তি বৃদ্ধ লাল চাঁদ সানাকে গত ১৪ জুলাই খুলনা সিআইডি ইন্সপেক্টর হায়াত আলী পৌর সদরের হোটেল আল-মদিনার একটি কক্ষে লাল লাল চাঁদ সানাকে আটকিয়ে চড়, থাপ্পড়, লাথি মেরে, ভয়-ভীতি দেখিয়ে গভীর রাতে ২০ হাজার টাকার বিনিময়ে জনৈক এক ব্যক্তির জিম্মায় ছেড়ে দেন। এছাড়া খড়িয়ার উত্তম ঢালীর দায়ের করা মামলায় পুলিশ বিপুল মন্ডলের নামে আদালতে অভিযোগপত্র দিয়ে অন্য আসামীদের নামে ফাইনাল রিপোর্ট দেন। পরবর্তীতে উত্তম ঢালী নারাজী দিলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে পিবিআই আবারো বিপুল মন্ডলের নামে চার্জশীট দিয়ে অন্যদের ফাইনাল রিপোর্ট দাখিল করেন আদালতে। মামলার বাদী ০৮/০৭/২০১৮ তারিখে আবারো পুনঃ তদন্তের দাবী করলে আদালত সিআইডি ইন্সপেক্টর হায়াত আলীকে তদন্তের নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে খড়িয়ার রঘুনাথ হালদারের স্ত্রী দিপু রাণী হালদার অভিযোগ করেন, আমার স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলা বাদীর পুত্র সাবেক ইউপি সদস্য ও স্থানীয়দের মাধ্যমে আপোষ মীমাংসার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও সিআইডি ইন্সপেক্টর তাতে বাদ সেজে অর্থ দাবী করেন। দাবীকৃত টাকা দিতে না পারায় আমার স্বামীকে ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে জেলে পাঠিয়ে রিমান্ড আবেদন করেছেন। এ গৃহবধু ও তার পুত্র রনি হালদার হায়াত আলীর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এ অভিযোগ সম্বন্ধে জানতে চাইলে সিআইডি ইন্সপেক্টর হায়াত আলী জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য বলে দাবী করেন।