পাইকগাছায় বসতবাড়ী ভাংচুরের অভিযোগ

0
237

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার সোলাদানায় প্রতিপক্ষদের বিরুদ্ধে বসতবাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি মামলা করার প্রন্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। রবিবার বিকেলে উপজেলার সোলাদানা ইউপির ভ্যাকটমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।
সুত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভ্যাকটমারী গ্রামের মৃত্যু শামছুর রহমান গাজীর পুত্র খোকন গাজী চারবান্দা মৌজার ১০৮ খতিয়ানের ৫২০, ৫২১, ৫২২ দাগের ২ বিঘা জমিতে বসতবাড়ী নির্মান ও পুকুর খনন করে দীর্ঘ ২৫ বছর ধরে সন্তানাদি নিয়ে শান্তিতে বসবাস করে আসছে। উক্ত জমি তিনি একই গ্রামের ইউছুপ আলী সরদারের নিকট থেকে খরিদ করেন। কিন্তু দুঃখ জনক হলো প্রতিপক্ষ মৃত্যু শামছুর গাজীর পুত্র রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, হারুনুর রশিদ, রফিকুলের পুত্র রাজু রবিবার বিকালে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে খোকন গাজীর বসত বাড়ীতে হামলা করে। তারা বসতবাড়ীর তিনটি ঘর ভেঙ্গে ক্ষয়-ক্ষতি করে। খোকন কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমি বউ সন্তানদের নিয়ে রাস্তার উপর আশ্রয় নিয়েছি। তিনি এ ঘটনায় বিচার দাবী করেছেন প্রশাসনের কাছে।