পাইকগাছার রাড়ুলীতে পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত

0
239

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য বিষয়ের উপর রাড়ুলী ইউপির বাঁকা বাজারে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় শহীদ-মিনার চত্বরে সাবেক উপজেলা আ’লীগ নেতা ও পুলিশিং ফোরামের সভাপতি আরশাদ আলী বিশ্বাসের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। শুরুতে প্রধান বক্তা হিসেবে স্বাগত বক্তব্যে ইন্সপেক্টর শাহিনুর রহমান বলেন, সমাজ ভাল হলে, পুলিশ ভাল হতে বাধ্য। এক সময়ে বৃটিশ আমলে শাসন-শোষনের জন্য পুলিশের জন্ম হয়। এখন অবস্থার পরিবর্তন হয়ে সেই পুলিশ জনতার কাতারে পৌছে মানুষের সেবার কাজে নিয়োজিত রয়েছে। তিনি মাদক-জুয়া, বাল্য বিয়ে সহ যে কোন অপরাধ প্রবনতা প্রতিরোধে পুলিশিং ফোরাম ও সমাজ সচেতন ব্যক্তিদের পুলিশকে সহয়তা করার অনুরোধ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইউনিয়ন আলীগের সম্পাদক শংকর দেবনাথ, কৃষক লীগ আহবায়ক এ্যাড. শেখ আঃ রশীদ, পৌর পুলিশিং ফোরামের সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ এসআই তাজুল ইসলাম। আ’লীগ নেতা বিমল পালের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আঃ সবুর, আলীগ নেতা অসিম কুমার দাশ, প্যানেল চেয়ারম্যান আঃ সাত্তার, যুবলীগ নেতা কবির আহম্মেদ, কেডি বাবু, আমান সরদার, ছাত্রলীগ নেতা রনি, রাসেল, তুহিন, সাইফুল, আশিষ দত্ত সহ অনেকে।