পাইকগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতরে যাত্রীবাহী বাস

0
153

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়লে দোকানে ঘুমিয়ে থাকা দোকানদারের মা, ছেলে ও গাড়ীর ১২ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার নামক স্থানে। মঙ্গলবার রাত ১২ টার দিকে হেনা ক্লাসিক ঢাকা মেট্রো- চ- ৮৬৩৫ গাড়িটি ৩২ জন যাত্রী নিয়ে বরিশালে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার নতুন বাজারে পৌছালে গাড়ীর ব্রেক কেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে কনেক চন্দ্র অধিকারীর মিষ্টির দোকানে ঢুকে পড়ে। দোকানে ঘুমিয়ে থাকা দোকানদারের মা মায়া অধিকারী ও ছেলে তন্ময় অধিকারী সহ গড়ীতে থাকা ১২ জন যাত্রী আহত হয়। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। বৃদ্ধা মায়া অধিকারী ও তন্ময়কে পাইকগাছা হাসপাতালে ভর্তি হয়েছে। দোকানদার কনেক অধিকারী জানায়, আমার প্রায় ২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে। অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান, আমি ঘটনাস্থলে যেয়ে গড়িটি জব্দ করে থানা হেফাজতে রেখেছি। এ ঘটনায় মামলা হয়েছে।