পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতাপাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা

0
381

পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোলাদানা ইউপির নুনিয়াপাড়ায় প‚জা উদযাপন পরিষদ আয়োজিত ৪ দিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের শেষ দিনে খালিয়া বদ্ধ নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য অধীর মন্ডলের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আজিজুল হাকিমের পরিচালায় অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য আঃ মান্নান গাজী,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পঞ্চানন সানা, সাবেক ইউপি চেয়ারম্যান এসএমএ মাজেদ, নির্মল ঢালী,বিভুতী সানা,প্রভাষক ময়নুল ইসলাম,এসআই মহিউদ্দীন আহম্মদ,সাবেক প্রধান শিক্ষক কুমুদ ঢালী,বিমল সরকার,সুভাষ রায়,তপন বাইন,সায়েদ আলী মোড়ল কালাই, নকুল মন্ডল, রবি গাজী,এসএম শাহাবুদ্দীন সাহিন,নৃপেন মন্ডল, ইউপি সদস্য রাজেশ মন্ডল, নজরুল ইসলাম হিরা, সাবেক সদস্য পরিতোষ মন্ডল, দিলীপ ঢালী,বিএম আরফিন বিশ্বাস,শিবপদ মন্ডল, মানবেন্দ্র মন্ডল, কিরন মন্ডল,নারায়ন মন্ডল,পুস্পেন সানা,পবিত্র মন্ডল, জয়ন্ত মন্ডল, ধীরাজ মন্ডল,ভগিরত মন্ডল,লিটন আহম্মেদ,পুলিন সানা, কেডি বাবু,জাকির হোসেন, মৃগাঙ্ক বিশ্বাস, শেখর ঢালী, রাজিব মন্ডল,সোহেল,রনি সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, পুজা অর্চনা, আলোচনা সভা, নামযজ্ঞ, পদাবলী কীর্ত্তন, প্রসাদ বিতরন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।