পাইকগাছায় আলেয়া হত্যায় অর্থ ও মদদ-দাতাদের খুঁজছে পুলিশ

0
269

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আলোচিত আলেয়া হত্যাকান্ডের মোটিভ উদ্ধার সহ জড়িত থাকার অভিযোগে মিজান সহ ৩ জনকে আটক করে জেল-হাজতে পাঠানোর ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, নির্মম এ হত্যাকান্ডে অর্থ ও মদদ দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। ইতোমধ্যে পুলিশী তদন্তে এসব ব্যক্তিদের সনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন। এলাকাবাসী আলেয়া হত্যার পর বিচারের দাবীতে এলাকায় মানববন্ধন কর্মসুচি সহ সংবাদ সম্মেলন করে হত্যার প্রতিবাদ জানান। আবার আর একটি পক্ষ পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ভিন্ন কৌশল অবলম্বন করে মুল ঘটনা আড়াল করা চেষ্টা করে বলে অভিযোগ উঠে। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম বলেন, হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে আলেয়ার সাবেক স্বামী রাড়ুলীর মিজান মোড়লকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্য মতে শ্রীকন্ঠপুরের অজিয়ার ও আসানুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন,মিজান মোড়ল আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার স্বীকারোক্তি প্রদান করেছেন। এ ৩ জন বর্তমানে জেল-হাজতে রয়েছেন। তবে মামলার বাদী আলমগীর অজিয়ার ও আসানুর সম্পর্কে বিস্ময় প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী গভীর রাতে রাড়ুলীর কলমিবুনিয় গুচ্ছ গ্রামের বাসিন্দা স্বামী পরিত্যক্ত আলেয়াকে গনধর্ষন করে দুর্বত্তরা স্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।