পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিস্ফোরণ, নিহত ২

0
310

আন্তর্জাতিক ডেস্কঃভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮.৩০ মিনিটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরমপুরে তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান দুই ব্যক্তি। এদের একজনের নাম সুদীপ্ত ঘোষ। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, দলীয় কার্যালয়টিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বিরোধীরা। এই বিস্ফোরণে অভিযোগ ও পালটা অভিযোগের ফলে সরগরম এলাকা।

বিস্ফোরণের পর দলীয় কার্যালয়টি কার্যত ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। ঘটনার সময় কার্যালয়ের ভিতরে বেশ কয়েকজন তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই বিস্ফোরণে আহত হয়েছেন।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিরোধীরা কার্যালয়ের বাইরে থেকে বোমা ছুঁড়েছে। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধীরা। তাদের একাংশের পাল্টা অভিযোগ, তৃণমূল কার্যালয়ের ভিতরে শক্তিশালী বোমা মজুত করা ছিল। আচমকা মজুত বোমার কয়েকটি ফেটে যাওয়াতেই বিপত্তি। আবার কেউ কেউ বলছেন, বিস্ফোরণের সময় দলীয় কার্যালয়ের ভিতরে বোমা তৈরি করছিলেন তৃণমূলের কর্মীরা। সেই সময় আচমকা বোমা ফাটতেই বিস্ফোরণ ঘটে। দলীয় কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা সামনে এলে দলের ভাবমূর্তি খারাপ হতে পারে, তাই বিরোধীদের দিকে অভিযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।