লাতিন আমেরিকায় করোনাভাইরাসে মৃত্যু ছাড়াল ২৫০০০০

0
160

খুলনাটাইমস বিদেশ : মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল লাতিন আমেরিকাতেই মৃত্যু আড়াই লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আরও এক হাজার ২০৪ জনের মৃত্যুর খবর জানায়। সব মিলিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ১২ হাজার ছাড়িয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনাক্ত রোগী ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে শুক্রবার সকাল পর্যন্ত সরকারি হিসাবেই আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ পেরিয়ে গেছে। মৃত্যু সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে বৃহস্পতিবারও নতুন ৬ হাজার ৭৭৫ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মিলেছে। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগী পৌঁছেছে সাড়ে ৫ লাখের কাছাকাছি। ২৪ ঘণ্টায় নতুন ৬২৫ মৃত্যু নিয়ে মেক্সিকোতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ১০৬ জনে। লাতিন আমেরিকায় গত সপ্তাহে কোভিড-১৯ এ গড়ে প্রতিদিন ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পেরু, কলম্বিয়া এবং আর্জেন্টিনাতেও এখন শনাক্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে বলে জানিয়েছে রয়টার্স। লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পর থেকে আর্জেন্টিনায় শনাক্ত রোগী ও মৃত্যু বাড়তে দেখা যাচ্ছে। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার একদিনে রেকর্ড ৮ হাজার ২২৫ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করার কথা জানিয়েছে। লাতিনের এ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫১৭ জনের; শনাক্ত রোগী ছাড়িয়েছে তিন লাখ ২০ হাজার। অঞ্চলটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে সা¤প্রতিক দিনগুলোতে সংক্রমণের হার খানিকটা নিম্নমুখী বলে বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল। প্রাদুর্ভাব মোকাবেলায় ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরোর পদক্ষেপ নিয়ে শুরু থেকেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা সমালোচনা করে আসছিলেন। সংক্রমণ মোকাবেলায় গুরুত্ব না দিয়ে অর্থনীতি সচল রাখার দিকে বেশি মনোযোগী বোলসোনেরো নিজেও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। ভাইরাস ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্বের নিয়ম মানা এবং লকডাউনের বিরোধিতা করে আসা এ প্রেসিডেন্ট করোনাভাইরাস মোকাবেলায় পদক্ষেপ নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে দ্ব›েদ্বও জড়িয়েছিলেন।