আইএসকে নিয়ন্ত্রণের অজুহাত সহসা ইরাক ছাড়ছে না মার্কিন বাহিনী

0
370

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)’কে নিয়ন্ত্রণের অজুহাত দেখিয়ে ইরাকে অবস্থান দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বাহিনী। রোববার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র কর্নেল শেন রায়ান বলেন, ‘আমরা যতদিন প্রয়োজন মনে করব ততদিন আমাদের সেনারা এখানে থাকবে। এর প্রধান কারণ হলো আইএস সামরিকভাবে হেরেছে। কিন্তু ইরাকের স্থিতিশীলতার জন্য আমাদের এখনও এখানে থাকা দরকার।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ পেন্টাগন বলেছিল, আইএস এমন অবস্থায় আছে যাতে তারা চাইলেই ইরাকে পুনর্গঠিত হতে পারে এবং তাদের প্রকৃত খলিফাকে পুনরায় তুলে আনতে পারে।

তবে ইরাকে মার্কিন সেনার সংখ্যা কমে আসতে পারে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। ন্যাটো জোট ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করলে ইরাক সেনার সংখ্যা কমিয়ে আনা হবে। এখন ইরাকে ৫২০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

২০১৭ সালের ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে যুদ্ধে আনুষ্ঠানিক বিজয় ঘোষণা করেছে ইরাক। দেশটিতে আইএসের সবচেয়ে বড় ঘাঁটি মসুল পুনরুদ্ধারের পাঁচ মাস পর এই ঘোষণা দেওয়া হয়।