নিষেধ অমান্য করে ইলিশ ধরায় সিরাজগঞ্জে ৩ জেলের কারাদ-

0
170

টাইমস ডেস্ক:
নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তিনজন জেলেকে এক বছর করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ রায় দেন। দ-প্রাপ্ত তিন জেলে হলেন- উপজেলার উপামরপুর ইউনিয়নের পাকুটিয়া গ্রামের মৃত আবদুস সালাম ম-লের ছেলে সেলিম ম-ল (২৪), একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২১) ও হারুনার রশিদের ছেলে কাওসার (২২)। নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন জানান, ভোরে যমুনা নদীর ধুবুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদ- দেওয়া হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারি করেছে সরকার।