নির্বাচনে জয় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন ট্রাম্প

0
168

টাইমস বিদেশ :
রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্তত ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে তিনি নির্বাচিত হবেন। গত মঙ্গলবার সকালে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই ভবিষ্যদ্বাণী করেন। ট্রাম্প বলেন, তিনি ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হবেন। দেশটিতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মূলত ইলেকটোরাল কলেজ প্রতিনিধিরাই কে যাবেন হোয়াইট হাউসে সেটি নির্ধারণ করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্র্যাট মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদি ভাইস প্রেসিডেন্ট হন, তাহলে সেটি মার্কিন জনগণ এবং নারীদের জন্য ভয়ঙ্কর হবে। তিনি বলেন, আমরা যেসব কাজ করেছি, জনগণ সেগুলোর প্রশংসা করছে। গেল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত হন ট্রাম্প। এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনী ফল ঘিরে সহিংসতার আশঙ্কায় দেশটির বিভিন্ন রাজ্যে অনেক দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান এখন থেকেই ব্যবস্থা নিতে শুরু করেছে। নির্বাচনের আগে পর্যন্ত সব জনমত জরিপে ৭৭ বছর বয়সী জো বাইডেনই এগিয়ে রয়েছেন। তিনি বলেন, আমেরিকার আত্মার পুনরুদ্ধার দরকার। এ ছাড়া করোনা মহামারি সামলাতে নতুন নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।