প্রেসিডেন্ট ভোটের সঙ্গে গাঁজার পক্ষেও পড়লো ভোট

0
188

টাইমস বিদেশ :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। অনেক রাজ্যের ফলাফল সামনে এসেছে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সঙ্গে অনেকগুলো আসনে বেশ কিছু আইন হওয়া না হওয়া নিয়েও ভোটাভুটি হয়। এবারের নির্বাচনে নিউ জার্সির ভোটাররা ব্যাপকভাবে গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধ করার পক্ষে ভোট দিয়েছেন। খবর বার্তা সংস্থা এপির। এবার যুক্তরাষ্ট্রের ১২তম অঙ্গরাজ্য হিসাবে নিউ জার্সিতে গাঁজা বৈধতা পেতে যাচ্ছে। কারণ গাঁজার পক্ষে ৬৭ শতাংশ ভোট পেয়েছে এবং সবগুলো কাউন্টিতে সমর্থন পেয়েছে। যুক্তরাষ্ট্রে এর আগে ১১টি অঙ্গরাজ্যে গাঁজা ব্যবহার বৈধ করা হয়েছে। নিউ জার্সির এই সিদ্ধান্তের পরে জানা যাছে, অ্যারিজোনাতেও প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা বৈধ করার একটি প্রস্তাব পাস হতে যাচ্ছে। গাঁজা বৈধ করা হবে কিনা, এই প্রশ্নে মনটানা এবং সাউথ ডাকোটাতেও ভোট গ্রহণ হয়েছে। তবে সেখানকার ফলাফল এখনো জানা যায়নি।