মিয়ানমারের ‘বৌদ্ধ বিন লাদেনে’র আত্মসমর্পণ

0
170

টাইমস বিদেশ :
মিয়ানমারের কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথু দেড় বছর পলাতক থাকার পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ইয়াঙ্গুনের আঞ্চলিক সরকারের ধর্মীয় মন্ত্রণালয়ের পরিচালক সেইন মউ তার আত্মসমর্পনের বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন। দেশটির জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে তার এই পদক্ষেপ নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন। বৌদ্ধদের মধ্যে ধর্মীয় বিদ্বেষ জাগানোর জন্য টাইম ম্যাগাজিন আশিন উইরাথুকে ‘বৌদ্ধ বিন লাদেন’ নামে অভিহিত করে। গত বছর মে মাসে পুলিশ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। ১৮ মাস পর সোমবার (২ নভেম্বর) অনলাইনে একটি ভিডিওতে তাকে মাস্ক পরা অবস্থায় ইয়াঙ্গুনের সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় তিনি বলেন, সরকার আমাকে এই পরিস্থিতির মধ্যে আসতে বাধ্য করেছে। এ সময় তিনি বর্তমান ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসিকে ‘শয়তান’ হিসেবে উল্লেখ করে মিয়ানমারের নাগরিকদের তাদের ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, আমি পুলিশের কাছে যাবো এবং তারা যা চাই সেটা করবো। আশিনের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানো ও রাষ্ট্রদ্রোহের যে অভিযোগ সেটা প্রমাণিত হলে তার তিন বছরের জেল হতে পারে। ২০১৭ সালে মিয়ানমারের সর্বোচ্চ বৌদ্ধ ভিক্ষু কর্তৃপক্ষ তাকে এক বছরের জন্য প্রচার কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছিল। দেড় বছর পলাতক থাকার পর নির্বাচনের আগে নিজেকে পুলিশে সমর্পণ করার উদ্দেশ্য বিশ্লেষকরা ভিন্নভাবে দেখছেন। ইয়াঙ্গুন ভিত্তিক বিশ্লেষক রিচার্ড হরসলি এএফপিকে বলেন, তার উদ্দেশ্য দেশটির রাজনীতিকে প্রভাবিত করা। ৫২ বছর বয়সী এই ভিক্ষু দীর্ঘদিন ধরে তার জাতীয়তাবাদী ও ইসলামবিরোধী, বিশেষত রাষ্ট্রবিহীন রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।