নাটোরে ৯৪৬১ বোতল অ্যালকোহল উদ্ধার

0
350

টাইমস ডেস্ক:

নাটোরের লালপুর উপজেলা এলাকায় ৯৪৬১ বোতল অ্যালকোহল উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় ৫ জনকে কারাদণ্ড ও অপরজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি গোডাউনকেও সিলগালা করা হয়।

নাটোর র‍্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আজমল হোসেন জানান,সোমবার রাত ১০টা পর্যন্ত নাটোর র‍্যাব অফিসের একটি দল লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলার ওয়ালিয়া ও ধুপইল বাজারে অভিযান চালায়। এসময় ৯৪৬১ বোতল অ্যালকোহল জব্দ করা হয়। প্রকাশ্যে অ্যালকোহল বিক্রির অপরাধে ওয়ালিয়া এলাকার বাবু (২০),ফারুক (৩৭),মামুন (৩৫),আব্দুর রাজ্জাক (৬০), ফজলুর রহমান (৪৫) ও গোলাম মোস্তফা (৩০) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোলাম মোস্তফাকে ১ লাখ টাকা জরিমানা ও গোডাউন সিলগালা করা হয়। অপর ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড ঘোষণা করে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়।

এক প্রশ্নের জবাবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নজরুল ইসলাম জানান,২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।