নবাবগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন র‌্যালী

0
349

এম এ সাজেদুল ইসলাম : (৩০ অক্টোবর) সৃজন উন্নয়নে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ও মেলা ২০১৮ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে শহিদ মিনার প্রাঙ্গনে মিলিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, দিশবন্দী হাতিশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন, ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম সবুজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে সাংস্কৃতিক মন্ত্রনালয়ের নির্দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সাংস্কৃতিক উৎসবে ক্ষুদে শিল্পি সহ শিল্পকলা একাডেমীর শিল্পিদের আয়োজনে সরকারের উন্নয়নের বিভিন্ন বিষয়ে গান উপস্থাপন করেন।