কালীগঞ্জে বিজয়ফুল উৎসব পালিত

0
664

ফিরোজ আহম্মেদ : সারাদেশের উপজেলা পর্যায়ের ন্যায় ঝিনাইদহ কালীগঞ্জে বিজয়ফুল উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের সরকারী নলডাঙ্গা ভূষন পাইলট হাইস্কুলে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে কয়েকশত শিক্ষক  শিক্ষার্থী স্বতস্ফুর্তভাবে উৎসবটিতে অংশ গ্রহন করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, শিক্ষার্থীদের মাঝে দেশোত্ববোধ সৃষ্টি ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে সরকারী উদ্যোগে এ বছর প্রথম সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসবের আয়োজন করা হয়। এর আগে  (২৮ অক্টোবর)  নিজ নিজ প্রতিষ্ঠানে বিজয়ফুল তৈরী, গল্প ও কবিতা আবৃতি, রচনা চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচিত্র নির্মান, দলগত দেশোত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগীতায় বিজয়ীরা গতকাল উপজেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। এ প্রতিযোগীতায় শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ক গ্রুপে, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত খ গ্রুপেএবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা গ গ্রুপে উপরোক্ত বিষয়সমুহে প্রতিযোগীতায় অংশ নেয়। দিনভর অনুষ্ঠিত প্রতিযোগীতায় অভিজ্ঞ বিচারকদের বিচার বিশ্লেষন শেষে বিকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভ’মি যাদব সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (একাডেমিক) আব্দুল আলিম, সহকারী শিক্ষা কর্মকর্তা অশোক সরকার, প্রভাষক সুব্রত নন্দি, জান্নাতুল ফেরদৌস, সংস্কৃতি ব্যক্তিত্ব প্রভাত ব্যানার্জী, শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাস প্রমূখ। সবশেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।