নবাবগঞ্জে করাত কল উচ্ছেদ

0
628

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুলসিলাম (সাগর):
গত বুধবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে গড়ে উঠা একটি করাতকল উচ্ছেদ করেছেন।

দিনাজপুর সামাজিক বন বিভাগের চরকাই রেঞ্জের কর্মকর্তা নিশিকান্ত মালকার জানান, উপজেলা সদরে করতোয়া নদী পাড়ে মো. মকবুল হোসেন করাত কল স্থাপন আইন বিধি লঙ্ঘন করে করাত কল পরিচালনা করে আসছেন। এ সময় তার করাত কলে থাকা বিদ্যুৎ সংযোগের মডার সহ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এলাকাবাসী জানায় কিছু অসাধু ব্যবসায়ী করাত কল স্থাপন আইন অমান্য করে ভাদুরিয়া বিটের অধিনে বন সংলগ্ন ও ভাদুরিয়া বাজারে মহাসড়কের পাশে ব্যঙের ছাতার মতো স্থাপন করেছে করাত কল। উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান পর্যায়ক্রমে অবৈধ করাত কল উচ্ছেদ করা হবে।